রাজশাহীতে গেল ১৬ দিনে টিকা নিয়েছেন মাত্র আড়াই হাজার ব্যক্তি
- আপডেট সময় : ০১:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সরকারের ঘোষণা অনুযায়ী, চীনের উপহার দেয়া সিনোফার্মের টিকা পাওয়ার কথা রাজশাহীর ফ্রন্টলাইনারদের। কিন্তু এসব ক্যাটাগরির লোকজনের উপস্থিতি নেই হাসপাতালের টিকাদান কেন্দ্রে। গেল ১৬দিনে টিকা নিয়েছেন মাত্র আড়াই হাজার ব্যক্তি। এদিকে কিট সংকটে বন্ধ হয়ে গেছে করোনার রেপিড টেস্ট। ১ লাখ ৩০ হাজার কিট চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন সিভিল সার্জন।
চীনের টিকা আসায় প্রায় এক মাস বিরতির পর, গেল ১৯ জুন থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী চিকিৎসক ও নার্স, পুলিশ এবং প্রবাসী কর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন । টিকাদানের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি বুথও প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জন বলছেন, তাদের সক্ষমতা অনুযায়ী এ পর্যন্ত অন্তত সাড়ে ৬ হাজার ব্যক্তি টিকার আওতায় আসার কথা। কিন্তু টিকা নিতে আগ্রহীদের দেখা মিলছে না।
এছাড়া রাজশাহী নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে গত ৬ জুন থেকে বিনামূল্যে করোনা শনাক্তের জন্য রেপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। এতে বেশ সাড়া পড়েছিল। কিন্তু কিট না থাকায় পহেলা জুলাই থেকে গুটিয়ে নেয়া হয় কার্যক্রম।
এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে রাজশাহীতে প্রায় একমাস ধরে চলছে কঠোর বিধিনিষেধ। এরপরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই গড়ে অন্তত ১৫জন করে রোগী মারা যাচ্ছেন। এনিয়ে উদ্বিগ্ন খোদ হাসপাতাল কর্তৃপক্ষই।
রাজশাহীতে প্রথম ডোজ গণটিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৭৪ জন। টিকার মজুদ শেষ হওয়ায় রেজিস্ট্রেশনপ্রাপ্ত ৫২ হাজার ১৩৪ জন টিকা নিতে পারেন নি। আর করোনায় গেল জুন মাসেই রামেক হাসপাতালে মারা গেছে ৪০৫জন।