রাজশাহীতে ট্রেনে ঈদের ফিরতি টিকিট নিয়ে কাড়াকাড়ি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৬৮২ বার পড়া হয়েছে
ঈদের ফিরতি টিকিট নিয়ে রাজশাহীতে কাড়াকাড়ি অবস্থা চলছে। কর্মস্থলে ফিরতে ট্রেনের টিকিটের জন্য একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না যাত্রীরা।
আজ ৮ মে’র টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। টিকিট কিনতে রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। যাত্রীদের চাপে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে তিল ধারণেরও ঠাঁই নেই। কিন্তু ট্রেনগুলোতে আসনের চেয়ে চাহিদা কয়েকগুণ বেশি হওয়ায় বেশিরভাগ যাত্রীই টিকিট পাচ্ছেন না। দুপুরে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে টিকিট প্রত্যাশীদের মাঝে।
এবার ফিরতি টিকিট পেতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। সকাল ৮ টায় কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই স্টেশন চত্বরে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ছিল।