রাজশাহীতে দুই কৃষক আত্মহত্যায় প্ররোচনাকারী সাখাওয়াত গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষক বিষপানে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গেলো রাতে চব্বিশনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাখাওয়াত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ পরিচালিত একটি গভীর নলকূপের অপারেটর। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, মামলার পর পালিয়ে ছিলেন সাখাওয়াত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। ২৩ মার্চ বিষপানে নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ ও রবি মার্ডি আত্মহত্যা করে।