রাজশাহীতে পুলিশ পাহারায় খোলা বাজারে চলছে টিসিবি’র পেঁয়াজ বিক্রি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে পুলিশ পাহারায় খোলা বাজারে চলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি’র পেঁয়াজ বিক্রি। কম দামে পেঁয়াজ কিনতে ভীড় জমাচ্ছে বিপুল সংখ্যক ক্রেতা।
মিশর থেকে আমদানী করা এসব পেঁয়াজ নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর এলাকায় টিসিবি খোলাবাজারে বিক্রি করছে। নগরীর এই পাঁচটি পয়েন্টে প্রতিদিন এক টন করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান- প্রতাপ কুমার জানান, গ্রাহকদের মাঝে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ। একজন গ্রাহক এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।