রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী
- আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। তবে সংক্রমিতরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরা। কিন্তু এখনো বাইরে থেকে রাজশাহীতে ফেরা ঠেকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিপাকে খোদ প্রশাসনও। অবস্থা সামাল দিতে লকডাউন করা হয়েছে গোটা জেলাকে। এদিকে, নমুনা বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি করোনা ল্যাব স্থাপনের কাজ চলছে।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনা পরীক্ষার কাজ শুরু হয় পহেলা এপ্রিল। এরপর টানা ১১দিন কোনো দুঃসংবাদ ছিল না। ১২এপ্রিল যখন পুঠিয়া উপজেলায় ঢাকা ফেরত একব্যক্তির করোনা ধরা পড়ে, তখনই খানিকটা হোঁচট লাগে। এমন পরিস্থিতিতে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন বিভাগীয় কমিশনার। বৈঠক শেষে জেলা প্রশাসক জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে রাজশাহীমুখী ব্যক্তিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ট্রাক ও কাটা সার্ভিসে এখনো ঢাকা ও নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে ফিরছে মানুষ। এদের মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি বাড়ছে। উদ্বিগ্ন প্রশাসনও। এদিকে, রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে নমুনার চাপ বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে আরেকটি ল্যাব বসানোর কাজ শুরু হয়েছে। দু’বছর ধরে পড়ে থাকা পিসিআর মেশিনটিই এবার কাজে লাগাতে চায় কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে মঙ্গলবার পর্যন্ত এ বিভাগের আট জেলা থেকে নমুনা এসেছে প্রায় ৮০০। পরীক্ষাসম্পন্ন হয়েছে ৭৩০জনের। করোনা শনাক্ত হয়েছে এক নারীসহ চারজনের।