রাজশাহীতে ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা বাড়ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমিত করোনা রোগীর সংখ্যা বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন আরও ১৩ জন।
মৃতদের আটজন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও কুষ্টিয়ার একজন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ১৬১ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন করোনা রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পেয়েছেন ২৩জন। করোনা ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ৩৪৪ জন। এদিকে, খুলনা মেডিকেলে ৯ জন, সাতক্ষীরায় ৪ জন এবং যশোরে করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন ৫ জন।