রাজশাহীতে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে তিনজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রবাসীদের কাছে ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট বিক্রির অভিযোগে জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গেলরাতে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নগরীর হেতেমখাঁ ওয়াপদা কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ও তার স্ত্রী শিখাকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে প্রতারক চক্রের মূলহোতা তারেককে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা করোনা নেগেটিভ রিপোর্ট দেয়ার কথা বলে বিদেশগামীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।