রাজশাহী অঞ্চলের মাঠে মাঠে নষ্ট হচ্ছে কাটা ধান
- আপডেট সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজশাহী অঞ্চলের মাঠে মাঠে নষ্ট হচ্ছে কাটা ধান। আগাম বৃষ্টির কারণে ২০দিন ধরে মাঠেই পড়ে আছে । এতে অন্তত ২৫শতাংশ ধানই নষ্ট হয়ে গেছে। তবে অনেকেই রোদ-বৃষ্টির ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাচ্ছেন মাঠেই মাড়াই করছেন। রয়েছে শ্রমিক সংকটও। কৃষকরা বলছেন, বোরো নিয়ে আগে এ রকম বিপদে কখনো পড়তে হয় নি তাদের।
আমনের পর সবচে’ বেশি চাষ হয় বোরোর। শুকনো মওসুমের এ ধানের ফলন বেশি হওয়ায় কৃষকের আগ্রহও থাকে বেশি। তবে অনেকেরই কপাল পুড়েছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে কাটা ধান ঘরে তুলে আনতে।
অন্তত ২০দিন ধরে কাটা ধান পড়ে আছে ক্ষেতেই। বৃষ্টিতে ভেজার কারণে অন্তত ২৫ শতাংশ ধান পঁচে গেছে। উপায় না পেয়ে অনেক কৃষক আবার মাড়াই করছেন ক্ষেতেই।
তবে কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া সম্পর্কে অসচেতন থাকায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় এবার তিন লাখ সাড়ে ৫৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। তবে তা ছাড়িয়ে আবাদ হয় তিন লাখ ৬৩হাজার ১৭২ হেক্টর।