রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের আবাসন জটিলতা
- আপডেট সময় : ০৪:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে থাকার জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। সারাদেশ থেকে আসা ভর্তিচ্ছুরা থাকার কোনো জায়গা পাচ্ছে না। অল্পসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক ছাত্রাবাস বা বাসা পেলেও, গুণতে হয়েছে পুরো মাসের ভাড়া। বিশেষ করে আবাসিক হলগুলো না খোলায় এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সব বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি তুলেছেন অভিভাবকরা।
করোনার কারণে অনেকটা বিরতি দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। মাত্র চার হাজার ১৯১টি আসন দখলে নিতে অংশ নেন এক লাখ ২৭ হাজার ৬৪৭ শিক্ষার্থী। তাদের সাথে এসেছেন গড়ে আরো ২জন করে অভিভাবকও। সব মিলিয়ে বাড়তি অন্তত সাড়ে তিন লাখ মানুষের চাপ পড়েছে রাজশাহীর ওপর।
এমন পরিস্থিতিতে থাকার জায়গা পাচ্ছেন না ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় হোটেল, মোটেল, রেস্টহাউজ- এমন কি ছাত্রাবাসগুলোতেও ঠাঁই নেই। ফলে বাধ্য হয়ে অনেকেই ২/১দিনের জন্য দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে অভিভাবকদের। অনেকে আবার রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে।
দুর্ভোগ ছাপিয়েই ভর্তি পরীক্ষার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। তবে প্রথম শিফটের পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গড়মিলের অভিযোগ উঠেছে।
এদিকে ভর্তি পরীক্ষায় নানা ধরনের জালিয়াতিসহ সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে নেয়া সব ব্যবস্থা।
তবে আগামীতে আমব্রেলা অ্যাক্টে চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেয়ার কথাই ভাবছেন উপাচার্য।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে গড়ে প্রতিটি আসনের জন্য গড়ে লড়ছেন ৩১ জন ভর্তিচ্ছু। প্রতিদিন তিন শিফটে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।