রাজশাহী মেডিকেলে বেড়েছে টিকা গ্রহণের হার
- আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে করোনা প্রতিরোধে প্রথমে টিকা নিতে তেমন আগ্রহ দেখা না গেলেও এখন সংক্রমণ এবং মৃত্যু বাড়ায় সচেতনতা তৈরি হয়েছে। ফলে টিকা গ্রহণের হার বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি টিকা নিচ্ছেন এই কেন্দ্রে। ভীড়ের কারণে সংক্রমণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিকাদানের জন্য উপকেন্দ্র খোলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
শুরুতে করোনা প্রতিরোধে টিকা নিতে তেমন আগ্রহ দেখা যায়নি কেন্দ্রগুলোতে। সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সচেতনতা তৈরি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে আগে প্রতি দিন টিকা নিতো মাত্র চার’শ জন। এখন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করেন হাজারো মানুষ।
তবে, রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের চিত্র উল্টো। এই কেন্দ্রে টিকা গ্রহীতার উপস্থিতি তেমন নেই।
পুলিশ হাসপাতালে করোনার টিকা দেয়ার কথা থাকলেও, সেখান থেকে সরিয়ে পাশের স্কুলে টিকা দেয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ভিড়ের কারণে সামাজিক দুরত্ব মানা সম্ভব হচ্ছে না। টিকাদান কেন্দ্র থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
রামেক হাসপাতালে চাপ কমাতে উপকেন্দ্র খোলার কথা জানান, সিভিল সার্জন।
রাজশাহী জেলায় এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৮হাজার ৮০৩জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮১হাজার ৬৯৬জন।