রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৯ করোনা রোগীর মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছিলো। বাকি ৫ জন উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মৃতদের মধ্যে ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ৩ জন রাজশাহীর এবং নাটোর ও কুষ্টিয়া জেলার দুইজন।এদিকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১৩ জন আছেন আইসিইউতে। এর আগে সোমবার রাজশাহী মেডিকেলে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেলে শনাক্ত ও উপসর্গ নিয়ে ৪৬ জনের মৃত্যু হলো।রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পর বিভাগের নওগাঁ ও নাটোরেও বেড়ে চলেছে সংক্রমণের হার। বৃহস্পতিবার রাজশাহীর ২১৭ টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিনে রাজশাহীতে শনাক্তের হার ৪৬ দাঁড়িয়েছে শতাংশে । বুধবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪২ শতাংশ।