রাজশাহী সিটির বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের ঘোষণা প্রশাসকের
- আপডেট সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১৭৩২ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশনের বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক। পাশাপাশি মেয়রের মতোই পদ হারাতে পারেন কাউন্সিলররাও। এদিকে, হাসিনা পতনের আন্দোলনে গুলিতে শিবির নেতা নিহতের ঘটনায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও আট কাউন্সিলরসহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এমন পরিস্থিতে গা ঢাকা দিয়েছেন কাউন্সিলরদের অনেকেই।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বসেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এসময় তিনি সিটি কর্পোরেশনের দৈনিক মজুরিভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারী উদ্দেশে সাফ জানিয়ে দেন, জনগণ যাদের বিতর্কিত কর্মকাণ্ডে বিরক্ত, তাদের আর রাখা হবে না। এজন্য একটি যাচাই-বাছাই কমিটিও গঠন করা হয়েছে।
ইতোমধ্যেই মেয়রের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে। তবে একই পথে হাঁটতে হতে পারে আওয়ামী লীগ সরকারের ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদেরও- এমন ইঙ্গিতও দিলেন সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত এই শীর্ষ কর্মকর্তা।
এদিকে গেল ৫ আগস্ট হাসিনা পতনের আন্দোলনে গুলিতে শিবির নেতা আলী রায়হান নিহতের ঘটনায় সদ্য সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও আট কাউন্সিলরসহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী নাম উল্লেখ করে নগরীর বোয়ালিয়া মডেল মামলা হয়েছে।
একইদিন শাকিব আনজুম নামে আরেক শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।