রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ কাল
- আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ কাল। সকাল আটটা থেকে ভোট গ্রহণ করে চলবে বিকেল চারটা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন
সকালে নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় ভোট গ্রহণের সরঞ্জাম। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। এর আগের রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সকালে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন কমিশনার আনিসুর রহমান। পরে তিনি সাংবাদিকদের জানান, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবারের সিটি কর্পোরেশন নির্বাচন হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এদিকে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬’শ ১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭ শ ৩০টি।