রাজশাহী সিটি নির্বাচনের প্রচার-প্রচারণায় নৌকার দৌরাত্ম্য বেশি
- আপডেট সময় : ০৫:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি নির্বাচনের প্রচার-প্রচারণায় নৌকারই দৌরাত্ম্য বেশি। তাদের মেয়র প্রার্থী ছাড়া মাঠে তেমন কেউ নেই। কৌশলগত কারণে বাকি তিন মেয়র প্রার্থীর পোস্টারের দেখা মিলছে না মহানগরের অলিগলিতে। এরপরেও মাঠের দখল নিতে পারবেন বলে প্রত্যাশী তারা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। ছবি তুলেছেন শরিফুল ইসলাম শরিফ।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর রাস্তা-ঘাট, অলিগলি ছেয়ে গেছে পোস্টার-ফেস্টুনে। তবে যেদিকে চোখ যায়- চোখে পড়ে শুধু আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোস্টার। মিছিল সভা-সমাবেশ আর দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকার প্রার্থী লিটন। তবে কৌশলগত কারণে পোস্টার সাঁটান নি, জানালেন অন্য মেয়র প্রার্থীরা। যদিও হাতপাখার প্রার্থীর অভিযোগ, রাতের আঁধারে প্রভাবশালী দলের নেতাকর্মীরা তার পোস্টার-ফেস্টুন গায়েব করে দিয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রার্থীর জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেবে কমিশন। ২১ জুন রাজশাহী সিটি নির্বাচনের ভোটগ্রহণ।