রাজশাহী সিটি নির্বাচনে ফুরফুরে মেজাজে আ’লীগ মেয়র প্রার্থী
- আপডেট সময় : ০২:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ফুরফুরে মেজাজে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। কারণ, ভোটযুদ্ধে এখনো তার সামনে কোনো হেভিওয়েট প্রার্থী নেই। তবে ইভিএমে ভোট কতোটা সুষ্ঠু হবে- তা নিয়ে খানিকটা শঙ্কিত জাতীয় পার্টির মেয়র প্রার্থী । বিশ্লেষকরা বলছেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোট সুষ্ঠু হবার সম্ভাবনা বেশি।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে চলছে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার কাজ। এ পর্যন্ত মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম ফারুকী। লিটন প্রায় মাসখানেক আগেই মাঠে নেমেছেন। কিন্তু বাকি দুই মেয়রপ্রার্থীর দেখা নেই এখনও। বিএনপিহীন এ সিটি নির্বাচনে আগেভাগেই জয়ের সুবাস পাচ্ছেন লিটন।
এবারই প্রথম দলীয় মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তবে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে শঙ্কিত তিনি।
কৌশলগত কারণে হলেও এবার সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলছেন, বিশ্লেষকরা।
আগামী ২১ জুন রাজশাহী সিটি নির্বাচনের ভোটগ্রহণ। ২৩মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। প্রতীক বরাদ্দ ২ জুন।