রাজারহাটে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারী
- আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারী। এই হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন বেকার যুবকসহ স্থানীয়রা। পশু সম্পদ বিভাগ বলছে এ ধরনের খামার যেমন একদিকে লাভজনক অন্যাদিকে আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভুমিকা রাখবে।
বকের মতো ধবধবে সাদা হাঁসের পাল শোভা পাচ্ছে টিনের ঘরের খামারে। কখনও সেই হাস খামার থেকে ছেড়ে দেয়া হচ্ছে বিলে। বিলের ঝলমলে পানিতে নিজেদের খুশি মতো খেলা করছে সেই হাঁস। প্যাকিং জাতের সাদা হাঁস পালনে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের। দুই বছর আগে বিলের উপর লিজ নেয়া জমিতে বাপ-বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম এক বছর খামারে রাজহাঁস লালন-পালন করে লাভ কম হওয়ায় গত এক বছর ধরে প্যাকিং জাতের সাদা হাস পালন করে ভাগ্য ফিরছে তার।হাঁসের খামারে কাজ করেন আব্দুল আজিজের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান। স্ত্রী সংসারের কাজের পাশাপাশি এবং ছেলে লেখাপড়ার পাশাপাশি দেখাশোনা করেন খামারের হাঁস।
ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন ১৬’শ থেকে ১৮’শ টাকায়। তার এ খামারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় পশুসম্পদ বিভাগ। আব্দুল আজিজের খামারে রয়েছে ২ শতাধিক হাস। নওগা থেকে বাচ্চা এনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের করে তিন মাস পর পর বিক্রি করছেন খামারের হাঁস।