রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আনন্দ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসি সংগঠন হিসেবে নিষিদ্ধ করায় স্বস্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যের সামনে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল রাতে অন্তর্ভুক্তি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্যের সামনে আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থীরা ছাত্রলীগের, চাঁদাবাজি, হত্যা, সিট বাণিজ্য, জায়গা দখলসহ নানা অভিযোগের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা।পাশাপাশি এই থেকে অন্য ছাত্র সংগঠনগুলোকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষাঙ্গন অনেক বেশি নিরাপদ হবে।