রাজ-পরী ভালো থাকুক, তাদের মাঝে আমাকে যেনো না টানা হয় : মিম
- আপডেট সময় : ০৬:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
২০২২ সালটা নিজের করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ছবির মাধ্যমে দর্শকরা নতুন এক মিমকে চিনেছেন। ছবিতে মিমের নায়ক চিলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এরপর ‘দামাল’ ছবিতেও মিমের নায়ক হিসেবে দেখা গেছে রাজকে। এই ছবিতেও মিমের অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। ক্যারিয়ারের নানা বিষয় ও সাম্প্রতিক গুঞ্জনের নানা দিক নিয়ে কথা হয় মিমের সঙ্গে প্রেক্ষাগৃহে আপনার অভিনীত ‘দামাল’ চলছে। ‘পরাণ’ এর পর দামালে কতটা রেসপন্স পেলেন?
‘পরাণ’ তো ম্যাসিভ হিট করেছে। এখনও দর্শকরা দেখছেন ছবিটি। পরাণ এর মুক্তি পেল ‘দামাল’। পরাণ ম্যাসিভ হিট হওয়ায় এই ছবিটিও কিন্তু একটা চাপের মধ্যে পড়ে। তবে দামাল পরাণ এর মতো হিট না কলেও কোনো দর্শক ছবিটির নেতিবাচক বলেনি। এখনও শুক্র ও শনিবার সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাওয়ার খবর পাই। আর পরাণের অনন্যার মতো দামালের হাসনা চরিত্রেরও বেশ প্রশংসা পেয়েছি, পাচ্ছি।
‘পরাণ’ ও ‘দামাল’ দুই ছবিতেই আপনার বিপরীতে ছিলেন রাজ। শোনা যাচ্ছে আপনি নাকি রাজে সঙ্গে এখন কাজ করতে চাচ্ছেন না?
ঠিকই শুনেছেন। এর পেছনে কিছু ঘটনা আছে। যা ইতোমধ্যে সবারই জানা। রাজের পরিবারের পক্ষ থেকে যে কথাগুলো ছড়ানো হয়েছে সেগুলোর আমি প্রতিবাদ জানিয়েছি। ব্যাক্তিগতভাবে আমাকে মর্মাহত করেছে। ওর সঙ্গে নতুন কোনো ছবি করতে গেলে তার পরিবার থেকে হয়তো আরও ভয়ংকর কিছু ছড়ানো হতে পারে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। যা আমার ইমেজের সঙ্গে যায় না। তাই ভেবে চিন্তেই এ সিদ্ধান্ত নেওয়া। আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক। তাদের সংসার ভালো কাটুক। তাদের মাঝখানে এভাবে যেনো আমাকে আর টেনে না আনা হয়।
কেবল আরেকজনের কথায় রাজ-মিম জুটির শুরুতেই ভেঙে দিচ্ছেন?
রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। সে খুবই ভালো অভিনেতা, খুব ভালো সহশিল্পী। কিন্তু কি করবো বলুন। এতো বছর সিনেমায় কাজ করে এসেছি কোনো স্ক্যান্ডালে জড়াইনি। হুট করে রাজকে জড়িয়ে যা-তা বলে গেলো। যার কিছুই সত্যি নয়। বলার এ বিষয়টা আমি আর বাড়তে দিতে চাই না। জুয়েল ভাইয়ের পরিচালনায় একটা ছবিতে আমার আর রাজের অভিনয় করার কথা ছিলো। কিন্তু আমি রাজের সঙ্গে কাজ করতে চাই না-এ কথা বলে দিয়েছি পরিচালককে।
আপনি যে ছবিতে রাজের বিপরীতে অভিনয় করবেননা বলেছেন ওই ছবিতে তো রাজ চুক্তিবদ্ধই হননি?
রাজ চুক্তিবদ্ধ হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না। বছর খানেক আগে ‘পথে হল দেখা’ নামের ওই ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি। পরিচালক বলেছিলেন সে রাজকে নিচ্ছেন। তার সঙ্গে কথাও হয়েছে। সম্প্রতি আমাকে এটা জানানোর পর পরিচালককে বিনয়ের সঙ্গেই জানিয়েছি আমার আর রাজকে একসঙ্গে না ভাবতে।
‘পরাণ’ এর মতো হিট ছবি দিলেন। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যাচ্ছে না কেনো?
নতুন ছবি নিয়ে ভাবনার সময়টা কই পেলাম। পরাণ’ এর দামাল এলো। দামাল এর প্রচারনা কিভাবে অংশ নিলাম সেটা তো সবাই দেখলেন। এরপর লাক্সের বেশ কিছু ইভেন্ট আমাকে অংশ নিতে হচ্ছে। তবে এর মধ্যেই চিত্রনাট্য কিন্তু অনেকই আসছে। আমিও সেগুলো পড়ছি। শিগগিরই ভালো কিছু কাজের খবর আসবে। এ ছাড়া দীপংকার দীপন পরিচালিত অন্তর্জাল ছবিটিরও শুটিং শেষের পথে। সেটিও মুক্তি পাবেন নতুন বছরে।
তথ্যসুত্র- সমকাল