রাতের অন্ধকারে কাউকে ক্ষমতা দখল করতে দেবে না আ’লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
নির্বাচন বানচাল করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত এক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে কাউকে জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না আওয়ামী লীগ। জিয়া দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে।
গণভবন থেকে ২৪টি মন্ত্রণালয়ের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের আওতায় সারা দেশে নির্মিত ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাঝে আরো ১১টি জেলা ও ৬০ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করে সরকার প্রধান।
আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার লক্ষ্য স্থির করে কাজ করেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিএনপির ভোট চুরির সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। রাতের আঁধারে ক্ষমতা দখল করা অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। দুদিন পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিলে আবার দেশের উন্নয়নে কাজ করবে আওয়ামী লীগ।