রাতে এল ক্লাসিকোতে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রাতে এল ক্লাসিকোতে মাঠে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কোপা দেল-রের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রথম লেগে ১-০ গোলের জয়ে এ ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে বার্সা। আর ফাইনালে যেতে হলে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে।
এল ক্লাসিকো -ক্লাব ফুটবলের সবথেকে বড় দ্বৈরথ। যে ম্যাচ মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও উত্তেজনা ছড়ায়। আর জয়ের জন্য মুখিয়ে থাকে দু-দলই। ফুটবল ছাপিয়ে এ যেন ঐতিহ্যের এক লড়াই।
এল ক্লাসিকোতে এবারের মৌসুমে একক আধিপত্য বার্সার। যেখানে তিন দেখায় প্রতিবারই জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।
তবে ম্যাচটি নিজেদের ফেভারিট ভাবতে নারাজ বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তার মতে এ ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে রিয়াল। এদিকে বার্সার বিপক্ষে জয় নিয়ে টানা তিন হারের স্মৃতি ভুলতে চায় রিয়াল
ইনজুরিতে পড়ে গুরুত্বপূর্ন এ ম্যাচের বাইরে থাকছেন দুই বার্সা তারকা পেদ্রি ও ফ্রেঙ্কি ডি জংকে।