রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেপ্তার বন্ধের আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ইসরায়েলের শীর্ষ আদালত রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিমকোর্ট।
ইহুদিবাদী দেশটির শীর্ষ আদালতে পূর্ব জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থার রিট পিটিশনে ওই নির্দেশনা দেওয়া হয়। রায়ে শিশুদের হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে ধরে নেওয়ার ব্যাপারেও ইসরায়েলি সেনাদের সতর্ক করে আদালত। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ৩৪ জন ফিলিস্তিনি শিশুকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মাত্র ছয়জনকে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মতে, ইসরায়েলি কারাগারে প্রায় ১৮০ শিশু বন্দি রয়েছে।