রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে চেলসি লিভারপুল ম্যানসিটি ও আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্য ম্যাচে রাতে মাঠে নামবে চেলসি, লিভারপুল, ম্যানসিটি ও আর্সেনাল। স্টামফোর্ড ব্রীজে লেস্টার সিটি মুখোমুখি হবে চেলসি। ইতিহাদে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যান সিটি।
আর ঘরের মাঠে লিভারপুলের প্রতিপক্ষ বোর্নমাউথ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। রাত সাড়ে ১০টায় ফুলহামকে আতিথ্য দেবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে উড়ছে গানাররা। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে তারা। শীর্ষস্থান ধরে রাখতে খেলবে আর্তেতা শিষ্যরা। অন্যদিকে, জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে লিভারপুল ও চেলসি। এদিকে, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শেষ ম্যাচ নিউক্যাসেলের সাথে ড্র করে শিষ্যস্থান হারিয়েছে ম্যান সিটি। তাই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সিটিজেনদের স্বরূপে ফেরার মিশন।