রাতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো

- আপডেট সময় : ০৯:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
রাতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন কাতালান দলটির কোচ জাভি হার্নান্দেজ। অন্যদিকে, ছন্দ ধরের রাখার মিশন রিয়ালের সামনে। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দু’দলের মহারণ।
এল ক্লাসিকো, একটা আবেগ একটা অনুভুতি। যার পারদে পারদে আছে রোমাঞ্চ, উত্তেজনা। যার আশায় বুদ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব।
তবে, কালের বিবর্তনে সেই উত্তাপ রূপ নিচ্ছে নিরুত্তাপে, মেসি-রোনালদোর প্রস্থানে। বেনজেমা-ভিনিসিয়াসরা সিআরসেভেনের ঘাটতি পোশালেও, মেসি অভাব মেটাতে পারছেন না বার্সা। ফুটবল জাদুকরের বিদায়ে বিবর্ণ কাতালান জায়ান্টরা। শেষ ছয় এল ক্লাসিকোতে জেতেনি একটাও হেরেছে পাঁচ ম্যাচে।
মুখোমুখি পরিসংখ্যানে ৭ জয়ে এগিয়ে থাকা আর জাভি নতুন নেতৃত্ব আশা দেখাচ্ছে বার্সেলোনাকে।
জাভি অবশ্য অতীত নিয়ে ভাবতে চান না। তার কাছে গুরুত্বপূর্ণ কেবল ৩ পয়েন্ট।
আমরা যদি এই ম্যাচে জিততে পারি, তাহলে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা অনেকটাই নিশ্চিত থাকবে। এটাই আমার মূল লক্ষ্য। লা লিগার টাইটেল নিয়ে ভাবছি না। কারণ সেটা অনেক দূরে, আর কঠিন কাজও।
শেষ ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দিয়েছে বার্সা। কোচের ভূমিকায় ফিরে জাভি পাল্টে দিয়েছেন ভঙ্গুর বার্সার চেহারা। তাই তো রিয়াল কোচ আনচেলত্তি বেশ সতর্ক চিরপ্রতিদ্বন্দীদের নিয়ে।
যত যাই হোক, একটি দলের পরিচিতি কখনই পরিবর্তন হয় না। বার্সেলোনার নিজস্ব স্টাইল আছে এবং তারা সেই স্টাইলে ভালো খেলে। জাভি তা বেশ ভালোই জানে। কিছু সময় লাগবে কিন্তু সে খুবই ভালো করছে।
রিয়াল শিবিরে বড় দু:সংবাদ করিম বেনজেমার ইনজুরি। রদ্রিগো, ফার্নাল্ড মেন্ডিও অনিশ্চিত। বিপরীতে সার্জিনোদেসকে পাবেনা বার্সা।
৬৬ পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, শিরোপা পুর্নরুদ্ধারের আরও কাছে। ৫১ পয়েন্ট নিয়ে তালিকার চারে বার্সেলোনা।