রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে তাঁর আট নাতি
- আপডেট সময় : ০৯:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে তাঁর আট নাতি। এদিকে, আগামীকাল অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ব্রিটেনে পৌঁছেছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আমন্ত্রিত প্রতিনিধিরা। বাকিংহাম প্যালেসে তাদের স্বাগত জানাবেন রাজা তৃতীয় চার্লস।
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাখা মরদেহে প্রিন্স উইলিয়াম ও হ্যারি তাঁদের স্ত্রীসহ বাকী ৬ ভাইবোন কফিনের পাশে দাঁড়িয়ে ১৫ মিনিট নীরবতা পালন করেন। সম্মান জানিয়ে প্রদক্ষিণ করেন কফিন। রাজপরিবারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজা বা রানির নাতি-নাতনিরা এই রাজকীয় রীতিতে অংশ নিলেন। শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজনের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। যোগ দেবেন দুই হাজার অতিথি। উপস্থিত থাকবেন প্রায় ১শ’ জন রাষ্ট্র ও সরকার প্রধান, ৫শ’ বিদেশি কূটনীতিক ও ৪ হাজার কর্মী। ইতিমধ্যেই লন্ডন পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ আরও অনেক বিশ্বনেতা।