রাবি’র ইমেজ ফেরাতে জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই: উপ-উপাচার্য
- আপডেট সময় : ০২:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দুর্নীতি-অনিয়মে ডুবতে বসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেজ ফেরাতে জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত উপ-উপাচার্য। এজন্য বিগত প্রশাসনের অনিয়ম তদন্তে অনুসন্ধান কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের নেতারা বলছেন, রাজনৈতিক চাপ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ।
সবাইকে তাক লাগিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পান ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান উল ইসলাম। দুর্নীতি ও অনিয়মে ডুবতে বসা বিশ্ববিদ্যালয়কে টেনে তুলতে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে সাহসী ভুমিকা রাখেন তিনি। গেল ১৭ জুলাই উপ-উপাচার্যের মেয়াদ শেষ হলে ওই পদে নিয়োগ পান তিনি।
উপাচার্যের পদটি শুন্য থাকায় দায়িত্ব গ্রহণের একদিন পর, ওই পদেরও রুটিন কাজ করছেন অধ্যাপক সুলতান। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব এখন দুর্নীতিবিরোধী প্রগতিশীল শিক্ষকদের হাতে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন সমুন্নত রাখতে বিগত প্রশাসনের দুর্নীতির অভিযোগগুলো তদন্ত হওয়া জরুরি।
দিন-কে-দিন রাজনৈতিক বিবেচনায় চাকরির বড় কারখানায় পরিণত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠনগুলোর চাপ সামলে স্বচ্ছতা নিশ্চিত করাই নতুন প্রশাসনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করে দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ।
নতুন উপ-উপাচার্য জানান, দুর্নীতি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। তবে প্রতিশোধ নয়, শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই এখন বড় কাজ।
তীব্র আন্দোলনের মুখে গত ছয় মে মেয়াদ শেষে দায়িত্ব ছাড়েন দুর্নীতিতে অভিযুক্ত উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের এই শীর্ষপদে নিয়োগ নিয়ে চলছে নানা গুঞ্জন।