রামগড়ে চরথোয়াই মারমার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার রামগড়ে চরথোয়াই মারমার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এর আগে চাইথোয়াইকে ইট দিয়ে আঘাত করা হয়। জড়িত সন্দেহে আরফিন শরীফ পাটোয়ারী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় চরথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী আকস্মিকভাবে তার উপর হামলা চালায়। প্রথমে ইটের আঘাতে গুরুতর আহত করে চরথোয়াই’র গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় যুবকটি। এসময় আশেপাশের লোক এসে চরথোয়াইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চরথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।