১১ বছর পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন
- আপডেট সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
দীর্ঘ ১১ বছর পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেন। আজ এর উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেন চালুর খবরে উত্তরের তিন জেলা গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুরের মানুষের মনে আনন্দের পাশাপাশি স্বস্তি বিরাজ করছে।
স্থানীয়রা মনে করেন, এই ট্রেনের মাধ্যমে গাইবান্ধা থেকে রংপুর-দিনাজপুরগামী যাত্রীদের যেমন ভোগান্তি কমবে,তেমনি সাশ্রয় হবে অর্থের। একই সঙ্গে ঘটবে ব্যবসা-বাণিজ্যের প্রসার। আগামীকাল রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের মানুষের যাতয়াতের জন্য রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া স্টেশন থেকে সকাল সাড়ে ৫টায় ছাড়বে। দিনাজপুর পৌঁছবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার দিনাজপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত দেড়টায়। সাপ্তাহিক ছুটি হিসেবে বোনারপাড়া স্টেশন থেকে ট্রেন বন্ধ থাকবে শুক্রবার আর দিনাজপুরে বৃহস্পতিবার বন্ধ থাকবে।