রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে জেলেনস্কি
- আপডেট সময় : ০৪:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রুশ বাহিনী প্রত্যাহারের পর খেরসন অঞ্চলে চারশ’র বেশি যুদ্ধাপরাধ উন্মোচন করেছে তদন্তকারীরা। খেরসনে সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে জানিয়ে অঞ্চলটিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘রুশ সেনাবাহিনী ইউক্রেনের অন্যান্য অঞ্চলের মতো খেরসনেও একই নৃশংসতা রেখে গেছে। প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। ব্যাপক চাপের মুখে খেরসনে থেকে রুশ সেনা প্রত্যাহারের পর স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও থমথমে পরিস্থিতি রয়ে গেছে। খেরসন ছেড়ে যাওয়া ব্যক্তিদের এখনই ফিরে না আসতে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় খেরসনে কারফিউ জারি করে যাতায়াত সীমিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর আগে কিয়েভ, বুচা, ইজিউম এবং মারিউপোলে রুশ বাহিনী ছেড়ে গেলে একাধিক গণকবরের সন্ধান পাওয়া যায়। নৃশংসতার পেছনে রাশিয়ার সেনাদের দায়ী করে জেলেনস্কি প্রশাসন। গত মাসে জাতিসংঘের একটি কমিশন জানায়, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।