রাশিয়ার জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করেছে মস্কো
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাশিয়ার জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করেছে মস্কো। বিরোধী নেতা নাভালনির পক্ষে বিক্ষোভে সমর্থন দেয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ওই দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি গ্রেফতারের প্রতিবাদে রাশিয়ায় চলমান বিক্ষোভে বল প্রয়োগের মাধ্যমে দমন করছে রুশ সরকার। এর মধ্যেই বিক্ষোভে সমর্থন দেয়া বিভিন্ন দেশের কূটনীতিকদের ওপর চটেছে মস্কো। মস্কোর অভিযোগ, বিক্ষোভ উসকে দিয়েছিলেন তারা। তবে এ সিদ্ধান্তের পর দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।