রাশিয়ার সঙ্গে করোনা ভাইরাসের টিকা নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আপডেট সময় : ০৮:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাশিয়ার সঙ্গে করোনা ভাইরাসের টিকা নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তৃতীয় ধাপের পরীক্ষার আগেই গত সপ্তাহে রাশিয়ার অনুমোদন দেয়া টিকাটি কীভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিস।
কোপেনহেগেন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিসের জরুরি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, রুশ দলের সঙ্গে ডব্লিউএইচও কর্মকর্তারা সরাসরি আলোচনা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দ্রুত টিকা আনার জন্য কর্মসূচি নেয়া হচ্ছে। স্পুটনিক-৫ নামের রাশিয়ার টিকাটির বিস্তারিত তথ্য জানতে আলোচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাশিয়া আগামী সপ্তাহে ৪০ হাজার মানুষের ওপর এটি প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে। জুলাই মাসেই টিকার প্রথম ধাপের পর আগস্ট মাসে এসে তৃতীয় ধাপের সফলতার কথা ঘোষণা করে মস্কো। এটিই বিশ্বের প্রথম নিবন্ধিত করোনা টিকা।