রাষ্ট্রদূতদের কাছে নালিশ করা বিএনপির মেরুদন্ডহীন রাজনীতির বহিঃপ্রকাশ : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের কাছে নালিশ করা বিএনপির মেরুদন্ডহীন রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপিকে ভঙ্গুর ও পরনির্ভর দল উল্লেখ করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে বিদেশীদের কাছে নালিশ করে তাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। বিএনপি আবারও সন্ত্রাসের পথে হাঁটছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশকে উস্কানী দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।