রাষ্ট্রপতির সঙ্গে কাল বৈঠক করবে নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির সঙ্গে কাল বৈঠক করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগে আগামীকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন প্রধান নির্বাচন কমিশনারসহ বাকীরা।
সকলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিব সাংবাদিকদের একথা জানান। সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। এসময় রাষ্ট্রপতির পরামর্শও নেবে কমিশন। ইসি সচিব জানান, এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট অনুষ্ঠানের পরিবেশ রয়েছে। ৩০০ আসনেই সুষ্ঠু ভোট করতে পারবে কমিশন। প্রার্থীদের মনোনয়পত্রসহ নির্বাচনী সামগ্রী জেলা নির্বাচন কার্যালয়ে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তিনি জানান, এবারের নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশীরা আসছেন। ১৯ নভেম্বর কমনওয়েলথ প্রি-এসেসমেন্ট টিমের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন।