রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমা ছাড়া বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোন সুযোগ নেই : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ক্ষমা চাওয়ার বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে আইন মন্ত্রণালয়ের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব উত্থাপনের সময় বুধবার জাতীয় সংসদে বিএনপি’র এমপি হারুনুর রশীর ও ব্যারিস্টার রুমিন ফারহানা– বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান। এর জবাবে আইনমন্ত্রী বলেন, পরিবারের আবেদনে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০১ ধারা যুক্ত করায় খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়া হয়েছে। এখন তিনি সেই ধারাতেই জেলের বাইরে আছেন। কিন্তু একই আইনে একবারের বেশি সুবিধা নেয়া যায় না, উল্লেখ করে বিএনপির সংসদ সদস্যদের এ দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।