রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ আওয়ামী শাসন থেকে দেশবাসী মুক্তি চায় : গয়েশ্বর চন্দ্র রায়
- আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
জনগণের দৃষ্টি সরাতে বাংলাদেশ সীমান্তে ভারত এবং মিয়ানমার সরকার একক বা যৌথভাবে এমন ঘটনা ঘটাচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলন তিনি একথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হুমকির মুখে দেশ। তিনি বলেন, রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ আওয়ামী শাসন থেকে দেশবাসী মুক্তি চায়। রাজপথে গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে জানান গয়েশ্বর রায়।
সমসাময়িক নানা বিষয়ে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টারা।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নানা অনিয়ম আর দুর্নীতির কারণে এরই মধ্যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার। জনগণ তাদের আর ক্ষমতা দেখতে চায় না।
ভারত মিয়ানমার সীমান্তে বাংলাদেশীদের হত্যাকান্ডের বিষয়েও কথা বলেন তিনি।
আওয়ামী লীগের নতুজানু পররাষ্ট্রনীতি ও স্বৈরাচারী মনোভাব অব্যাহত থাকলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কুটনৈতিক অবস্থা হুমকির মুখে পড়বে বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়।