রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি সমস্যা বিএনপি-জামায়াতের তৈরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি সমস্যা বিএনপি-জামায়াতের তৈরি বলে অভিযোগ করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
তার দাবি- বিএনপি সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেনি। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার অর্ধেক বকেয়া পরিশোধ করেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমস্যার সমাধানে যে দিক-নির্দেশনা দিয়েছেন তাতে সমস্যা কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এ সময় আরো উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর।