রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ ও শ্রমিক ছাটাই এর প্রতিবাদে দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ ও শ্রমিক ছাটাই এর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে তারা ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে। এসময় বক্তারা বলেন, যে সোনালী আশ বিশ্বে বাংলাদেশের অবস্থান এক সময় উজ্জল করেছিল সরকারের নতজানু নীতির কারণে আজ পাটকলগুলা বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার শ্রমিক আজ পথে বসেছে। মানববন্ধন থেকে অবিলম্বে সরকারকে দেশের পাটকল বন্ধ ও শ্রমিক ছাটাই করা থেকে বিরত থাকায় অনুরোধ জানানো হয়। সেই সাথে পাটের উজ্জল অতীত ফিরিয়ে আনতে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে বাম গণতান্ত্রিত জোটের বিভিন্ন স্তরের নেতাকমীরা অংশ নেয়।