রাসেল ডোমিঙ্গোর কোনো পদত্যাগপত্র পায়নি বিসিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করেছেন বলে দেশের গণমাধ্যমকে জানিয়েছিলেন ডোমিঙ্গো নিজেই। তবে তার কোনো পদত্যাগপত্র পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড.. বিসিবি।
ডোমিঙ্গোর পদত্যাগের খবর গুঞ্জন বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ভুল বোঝাবুঝিতে বোর্ড বিব্রত বলেও জানান তিনি। এর আগে, মুঠোফোনে ওই সংবাদপত্রকে রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন তিনি পরিবারের সঙ্গে কথা বলে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সে সঙ্গে তিনি আর বাংলাদেশে ফিরবেন না বলেও জানানা ডোমিঙ্গো। যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। টি-টুয়েন্টি দলের দায়িত্ব হারানোর পর ছুটি কাটাতে দেশে গেছেন প্রোটিয়ান কোচ। ছুটি কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে এ দলের ট্যুরে দলের সঙ্গে যোগ দেবার কথা ডোমিঙ্গোর।