রাস্তা সংস্কার খরচ বাড়ায় সড়কে পরিবহনের টোল ফি বাড়বে : কাদের
- আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশের সহযোগিতায় সরকার বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করলেও, প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত- বাংলাদেশের পাশে সক্রিয় ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার যে পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে আলাপ আলোচনা করেই তা সমাধান করা হবে। রাস্তা সংস্কার খরচ বাড়ায় সড়কে পরিবহনের টোল ফি বাড়বে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সাথে সৌজন্যসাক্ষাৎ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকে দেশের ইলেকট্রনিক বাসসহ নানা প্রকল্পে সহায়তা, দু দেশের রাজনীতি, অসাম্প্রদায়িকতা, জংগী দমনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সাথে সম্পর্কে কোন চিড় ধরবে না। সংশয় ও অবিশ্বাসের দেয়াল শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন।
মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট করেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আত্মকর্মসংস্থান তৈরিসহ সমসাময়িক বিষয় নিয়ে সরকার চ্যালেঞ্জের মুখে আছেন বলেও জানান ওবায়দুল কাদের।