রিফাত হত্যা মামলায় ১১ কিশোরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বরগুনার শিশু আদালত
- আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বরগুনার রিফাত হত্যা মামলায় অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বরগুনা শিশু আদালত। বিচারক হাফিজুর রহমান তার রায়ে ৬ কিশোর আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বেলা আড়াইটা নাগাদ দেয়া বাকী ৪ কিশোরকে ৫ বছর কারাদণ্ডের বিধান দেন। ৩ কিশোর আসামি পেয়েছে বেকসুর খালাস। আরো একজনকে দেয়া হয়েছে ৩ বছরের জেল।
সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে আসামিদের আদালতে নিয়ে আসা হয়। এর আগে বিভিন্ন সময়ে স্বজনদের সাথে আদালতে হাজির হয়েছে এ মামলায় জামিনে থাকা ৮ অপ্রাপ্তবয়স্ক আসামি। এরপরই মামলার রায় পড়া শুরু হবে বলে জানিয়েছেন আদালতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। মামলার রায় শুনতে আদালতে রিফাতের পরিবারের সদস্যরা ছাড়াও মামলার আইনজীবী ও আসামিদের স্বজনরাও হাজির হয়েছে। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, নিহত রিফাতের পরিবার ও বরগুনার সচেতন মহল। অপরদিকে আসামি পক্ষের প্রত্যাশা- তারা খালাস পাবে।