রিয়ালকে ৪ গোলে হারালো বার্সেলোনা
- আপডেট সময় : ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এছাড়া একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ঘরের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরি করেও বল জালে জড়াতে ব্যর্থ হয় লস ব্ল্যাঙ্কোসরা। ফিনিসিং ব্যর্থতায়ও গোলের দেখা পায়নি বার্সা। পরে গোল শুন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের ৫৪ মিনটে মার্ক কাসাদোর অ্যাসিস্ট থেকে গোল করে দলের লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। দুই মিনিট পরই নিজের জোড়া গোল করে দলের ব্যবধান দ্বিগুন করে লেভানডোভস্কি। এরপর আর বার্সার কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। ৭৭ মিনিটে লামিনে ইয়ামালের গোলে ৩-০তে এগিয়ে যায় সফরকারীরা। ৮৪ মিনিটে স্কোর লাইন ৪-০ করেন রাফিনিয়া। এদিকে ফিনিসিং ব্যর্থতায় পুরো ম্যাচের গোলের দেখ পায়নি রিয়াল। পরে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।