রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:১১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর প্রস্তাবে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসতে শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে আজ এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুই নেতার মধ্যকার বৈঠকে ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত অনুযায়ী রাশিয়া প্রতিবেশী ইউক্রেনকে আক্রমণ করতে পারবে না। এ বিষয়ে তারা দু’জনই বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান এ বৈঠক থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, আগামী বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের মধ্যে বৈঠক করবেন। এ বৈঠকের সময় তাঁরা বাইডেন ও পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করবেন।