রুশ হামলার মধ্যেই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ইউরোপের তিন প্রধানমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রুশ বাহিনীর হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌছালে এই বৈঠক হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এ তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ চলাকালেই হচ্ছে ভারি গোলাবর্ষণ। শহরজুড়ে চলছে রুশ ট্যাংক আর যুদ্ধবিমানের অভিযান।
প্রেসিডেন্সিয়াল ভবনের কাছাকাছি অন্তত চারটি গুরুত্বপূর্ণ এবং বহুতল স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। পশ্চিমাঞ্চলে ১৫ তলা একটি ভবনে কয়েক দফা মিসাইল হামলা চালানো হয়। এতে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ। দগ্ধ-আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও ৪৭ বাসিন্দা।
রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের তিন প্রধানমন্ত্রী। বৈঠকে যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। রাশিয়ার সাথে বিরোধ নিষ্পতিতে ইউরোপের দেশ গুলোর সহযোগীতা চায় ইউক্রেন।
কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলন স্লোভেনিয়ান প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, তারা একা নন। এ লড়াই সবার এবং একসঙ্গে সবাই জয়ী হবে।
অন্যদিকে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, ইউক্রেনের মানুষের পাশে সবসময় থাকবে ইউরোপ। এসময় তিনি তাদের সাহসের প্রশংসা করেন এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।
মঙ্গলবার রাশিয়ার হামলায় ইউক্রেনের অবস্থা ভয়াবহ বলে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন ‘গত ২০ দিনে যুদ্ধের মধ্যে তিনি বুঝতে পারছেন সত্যিকার বন্ধু কারা।
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এ তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মঙ্গলবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভসহ নতুন করে দেশটির ৩৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে তাঁদের সম্পদ জব্দ করা হবে ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে নিন্দা জানাতে আনা প্রস্তাবে সর্বসম্মতি জানিয়েছেন মার্কিন সিনেটের সদস্যেরা। এসময় আন্তঃদলীয় ভোটাভুটিতে সিনেট সদস্যেরা পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।
এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি হামলায় নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকর্জেভস্কি । সোমবার কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হোরেনকায় সংবাদ সংগ্রহের সময় তাঁদের গাড়ি গুলির মুখে পড়ে।