রুশ হামলায় ১৮ দিনে প্রায় দেড় হাজার সেনা নিহত : ভলোদিমির জেলেনস্কি
- আপডেট সময় : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইউক্রেন দখলে ১৮তম দিনে রুশ হামলা অব্যাহত। টানা বোমাবর্ষণ চলছে খারকিভ, চেরনিভ, সামি ও মারিওপোলেও। স্যাটেলাইট ইমেজে মিলছে বন্দর নগরী মারিওপোলে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। এমন তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
ইউক্রেন দখলে নিতে ১৮তম দিনে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই চলছে রাশিয়ার। শহরের কেন্দ্রে রুশ সেনাদের প্রবেশ ঠেকাতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন সেনারা।
টানা বোমাবর্ষণ চলছে খারকিভ, চেরনিভ, সামি ও মারিওপোলেও। স্যাটেলাইট ইমেজে দেখা যায়, বন্দর নগরী মারিওপোলে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। গোলাবর্ষণ করা হয়েছে মারিউপোলের সুলতান সুলেমানের মসজিদে। শহরটিতে ১২ দিনে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি নগর কর্তৃপক্ষের।
রুশ বাহিনীর হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। এমন তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১১ মার্চ পর্যন্ত ইউক্রেন সেনাদের কাছে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।
রুশ-ইউক্রেন সংঘাত বন্ধে ইসরায়েলের মধ্যস্থতার চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। শনিবার এক ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ হয় দুই নেতার।এসময় বেসামরিক হত্যা বন্ধে পদক্ষেপের দাবি জানান জেলেনস্কি।
এর আগে, জেরুজালেমে অস্ত্রবিরতি বৈঠক আয়োজনে ইসরায়েলের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। চলমান সংকট সমাধানে পশ্চিমাদের আরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন জেলেনস্কি
শনিবার ইউক্রেনকে আরও ২০ কোটি ডলারের অস্ত্র দেয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। খুব দ্রুত বরাদ্দকৃত অর্থ ছাড়ের ব্যবস্থা হবে বলেও জানিয়েছে পেন্টাগন। ইউক্রেনকে হালকা অস্ত্র, অ্যান্টি ট্যাংক ও বিমান প্রতিরক্ষামূলক ব্যবস্থা সরবরাহ করবে তারা।এদিকে পশ্চিমাদের অস্ত্রের চালানকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি রাশিয়ার।
ইউক্রেনের দখলকৃত শহর মেলিটোপোলে নতুন মেয়র নিযুক্ত করেছে রুশ বাহিনী। স্থানীয় টেলিভিশনে দেয়া বক্তৃতায় উগ্রবাদী কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।