রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর হত্যায় জড়িত সাত আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র আধিপত্য ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর সজল হত্যায় জড়িত সাত আসামিকে গ্রেফতার করেছে রেব।
গেলারতে ঢাকার দোহার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী রেব-১১’র সদর দপ্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। এসময় তিনি আরো জানান, গত ১৭ জুন রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে টানা সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজল। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।