রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের দুঃশাসন ও দুর্নীতির বিশাল প্রতিচ্ছবি : ড. আবদুল মঈন খান
- আপডেট সময় : ০৭:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের দুঃশাসন ও দুর্নীতির বিশাল প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, চার বিলিয়ন ডলারের বিদ্যুৎ কেন্দ্রটির জন্য রাশিয়াকে তিনগুণ বেশী অর্থ পরিশোধ করতে হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. মঈন খান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও ঝুঁকি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এসময় বক্তারা বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো অতি-স্পর্শকাতর প্রকল্পের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও পদার্থ বিজ্ঞানী ড. মঈন খান বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় দুর্নীতির কারণে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় তিনগুণ বেশী।
তিনি আরো বলেন, সরকার উন্নয়নের নামে দেশের ১৮ কোটি মানুষকে ধোকা দিয়ে ব্যাপক বিদেশী ঋণ নিয়ে লুটপাট করছে। যার দায় আগামী একশ’ বছরেও শেষ হবে না। সরকার এ ধরনের বিতর্কিত ও মাত্রাতিরিক্ত ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণকে উচ্চ ঝুঁকিতে ফেলে দেশ পরিচালনার যোগ্যতা ও অধিকার হারিয়েছে বলেও দাবি করেন তিনি।