রূপের নদী যাদুকাটার তীরে ফুলে ফুলে ভরপুর শিমুল বাগান
- আপডেট সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৯৪৪ বার পড়া হয়েছে
লালে লাল ফুলে ফুলে ভরপুর দেশের সর্ববৃহৎ সুনামগঞ্জের তাহিরপুরের মানিগাঁও গ্রামের মরহুম জয়নাল আবেদীনের শিমুল বাগান। রূপের নদী যাদুকাটার তীরে শিমুল বাগানের রূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার পর্যটক ও প্রকৃতি প্রেমিরা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে বাগানে ফুল ফোটা শুরু করে এখন পরিপূর্ণ যৌবনে টগবগ করছে। আর গাছে গাছে পাখিরা কলরব করছে। বাগানের সৌন্দর্য্য উপভোগ করতে আসা প্রকৃতিপ্রেমীরা জানিয়েছেন শিমুল ফুল আর বসন্ত একসুতায় গাঁথা।
দেড় যুগ আগে বৃক্ষপ্রেমী জয়নাল আবেদীন তাহিরপুরের মানিগাঁও গ্রামের যাদুকাটা নদীর তীরে ৩০ একর বালি জমিতে ৩ হাজার ২শ’ শিমুল গাছের চারা রোপন করেছিলেন। চারা গাছ গুলোতে এখন আগুন রংয়ের শিমুল ফুল ফুটেছে। গেল কয়েক বছর যাবত গাছ গুলো ফুলে ফুলে ছেয়ে যায়। বাগানে শিমুলের পাশাপাশি রয়েছে লেবু গাছও। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙিয়ে তোলে সবার। এ যেনো কল্পনার রঙে সাজানো শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে রূপের রানী জাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বন।সব মিলে এখানে গড়ে উঠেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য।
পর্যটকদের বাড়তি আনন্দ দিতে রয়েছে ঘোড়ায় চড়া, শিমুল ফুলের মালা ও ফুল দিয়ে তৈরি লাভ ফ্রেম ও নাগর দোলা। বাগানের সৌন্দর্য্য উপভোগ করতে আসা পর্যটকরা বলেন, ফুলের সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসা।
বাগানের অর্ধেক গাছে ফুল ফূটেছে। প্রতিদিন পর্যটকরা ভীড় করছেন জানিয়ে বাগানের তত্বাবধায়ক ফরিদ গাজী বলেন, রাস্তাঘাট ভালো হলে প্রকৃতি প্রেমিদের আনাগোনা আরো বাড়তো।
ঋতুরাজ বসন্তের টগবগে লাল শিমুল বাগানের সৌন্দর্য্য উপভোগ করতে সুনামগঞ্জ জেলা শহর থেকে ৪০ কি:মি: দূরে নদীর স্বচ্ছ জলে ভরপুর শিমুল বাগান একবার না দেখলে বিশ্বাসেই হবে না এ বাগানের সৌন্দর্য্য কেমন? সরকারের কাছে রাস্তাঘাটসহ প্রয়োজনী সুবিধা বাড়ানোর দাবী প্রকৃতি প্রেমিদের।