রেল বিভাগে ২৫ হাজার লোক নিয়োগ দেয়া হবে : রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল বিভাগে ২৫ হাজার লোক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নূরুল ইসলাম সুজন।
বিকেলে কমলাপুর রেলস্টেশনে রেল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময় মন্ত্রী বলেন, সারাদেশে ১৪১টি রেলস্টেশন বন্ধ রয়েছে। সেগুলো চালু করার জন্য কার্যক্রম অব্যাহত আছে। এরই মধ্যে লোক নিয়োগে বেশকিছু বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং আরও দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। জনবল ঘাটতি মেটাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে মোট ২৫ হাজার লোক নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, রেলে যারা কর্মরত আছেন, তাদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। এশিয়া ভিত্তিক রেল ব্যবস্থা চালুর জন্য দেশের রেল ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, সব মিটার গেজকে ব্রড গেজে রূপান্তর করা হচ্ছে।