রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে প্রধানমন্ত্রীর আহবান
- আপডেট সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে সংস্থাভুক্ত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মিয়ানমার খুব শিগগিরই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেবে। জোটের সদস্য দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সবসময় সমর্থন দিয়ে আসছে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় করোনা মোকাবিলা ও মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ডি-৮ এর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনে সমন্বিত উন্নয়নে ৪টি সম্ভাবনাময় খাত উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর মহামারির কারণে বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে।