রোকেয়া হলের মেয়েদের মুখে রাজাকার শ্লোগান দুঃখজনক: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
রোকেয়া হলের মেয়েদের মুখে রাজাকার শ্লোগান দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, খুব দুঃখ লাগে যখন শুনি, রোকেয়া হলের ছাত্রীরাও বলে ‘তারা রাজাকার’। তারা কি জানে ৭১ সালের ২৫ মার্চ কী ঘটেছিল সেখানে? নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা লাগে না। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রণালয় বিভাগসমূহের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই সরকারের লক্ষ্য। পাকিস্তানিদের পাশবিক নির্যাতনের কথা রোকেয়া হলের ছাত্রীরা জানে না বলে নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না। সরকার প্রধান বলেন, সব মন্ত্রণালয়ের নিচের দিকে যাতে দুর্নীতি না হয়, সেটি কর্মকর্তাদের নজরদারিতে রাখতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলো বছরের পর বছর টানবে না সরকার বলেও জানান তিনি। দীর্ঘস্থায়ী বন্যা মোকাবিলায় জন্য প্রস্তুতি নেয়ার পাশপাশি দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা।