রোজার ঈদে মানুষের অবাধ চলাচল সংক্রমণকে বাড়িয়ে দিয়েছিলো: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে কোরবানীর ঈদে কোন মূল্যে ভীড় এড়ানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রোজার ঈদে মানুষের অবাধ চলাচল সংক্রমণকে বাড়িয়ে দিয়েছিলো। চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বাঁধা অতিক্রম করে দেশের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে বলে।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু করোনাই নয় শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতু,মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।
সেতুমন্ত্রী বলেন রোজার ঈদে মানুষের অবাধ চলাচল ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিলো। তাই আসছে কোরবানির ঈদে এ ভীড় যে কোন মূল্যে এড়াতে হবে।
সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া মামলায় অভিযুক্তদের আটক করছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ত্রাণ চুরিসহ নানান অপরাধে চিহ্নিত অপরাধী ছাড়া কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে না।
দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এসময় উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সারাদেশে জীবন ও জীবিকা স্বাভাবিক রাখার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।